রোববার (১৮ নভেম্বর) পাথর উত্তোলন কাজে নিয়োজিত জিটিসি’র নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দকী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মধ্যপাড়া খনির দায়িত্বভার গ্রহণের পর থেকে জিটিসি পাথর খনিটিকে লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিমাসে এক লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে জিটিসি গত অক্টোবর মাসে প্রায় এক লাখ ২৩ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করেছে। পাথর উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ফলে খনি শ্রমিকদের বিগত মাসগুলোতে বেতন ও ওভার টাইমের সঙ্গে উৎপাদন বোনাসও দিয়েছে কোম্পানি। শনিবার তিন শিফটে পাঁচ হাজার ৭১৬ মেট্রিক টন পাথর উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছে জিটিসি।
খনি সূত্রে জানা যায়, ২০০৭ সালে মধ্যপাড়া পাথর খনি থেকে দৈনিক তিন শিফটে পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উৎপাদন কার্যক্রম শুরু করা হয়। কিন্তু খনিটি প্রায় সাত বছর ধরে তিন শিফটে পাথর উত্তোলন কার্যক্রমই শুরু করতে পারেনি। ফলে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পরিণত হয়ে খনিটি বন্ধের উপক্রম হয়েছিল। কিন্তু জিটিসি খনির দায়িত্বভার নেওয়ার পর পাথর উৎপাদনে রেকর্ড সৃষ্টি করছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
জিপি