মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ডিপিডিসি ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, ডিপিডিসির সম্মানিত সব প্রি-পেইড গ্রাহকদের জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস মোকাবিলার কারণে যদি আপনার নিকটস্থ এজেন্টের দোকান বন্ধ থাকে সেক্ষেত্রে এজেন্টরা যাতে আপনার আঙিনায় গিয়ে পি-পেইড মিটার রিচার্জ করতে পারে, এ ব্যাপারে ডিপিডিসির প্রি-পেইড এজেন্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে প্রি-পেইড গ্রাহকদের রিচার্জ করে মিটারে পযার্প্ত ব্যালেন্স রাখার অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
আরকেআর/আরবি/