ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

পার্বত্য এলাকার কোথাও অন্ধকার থাকবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
পার্বত্য এলাকার কোথাও অন্ধকার থাকবে না

বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য এলাকার কোথাও অন্ধকার থাকবে না। বিদ্যুতের পাশাপাশি সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হবে পুরো পার্বত্যঞ্চল।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা বাজারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোলার হোম সিস্টেম বিতরণকালে পার্বত্যমন্ত্রী এ মন্তব্য করেন।  

এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকার সর্বত্র বিদ্যুতের আলো ছড়িয়ে পড়েছে। বিদ্যুতের কারণে উন্নত হয়েছে জনগণের জীবনযাত্রার মান।  

তিনি বলেন, যেসব স্থানে সড়ক যোগাযোগ নেই, বিদ্যুৎ নেই সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে সোলার হোম সিস্টেম দেওয়া হচ্ছে।  

তিনি বলেন, পার্বত্য ৩ জেলায় বিনামূল্যে ৪০ হাজার সোলার হোম সিস্টেম দেওয়া হবে যার মধ্যে বান্দরবানের সাত উপজেলায় বিতরণ হবে ১৪ হাজার সোলার।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। পাহাড়ের দুর্গম অঞ্চলের প্রতিটি ঘর সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। পাহাড়ের কোনো গ্রামই অন্ধকার থাকবে না। সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে অত্যন্ত আন্তরিক এবং পার্বত্য এলাকায় সর্বত্র আলো ছড়িয়ে দিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে আর যার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

এসময় সোলার হোম সিস্টেম প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রকল্প বাস্তবায়ন ও সোলার প্রকল্প পরিচালক) মো. হারুন অর রশিদ, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী, থানচি উপজেলা চেয়ারম্যান থোযাইহ্লা মং মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্যালেঙ্গা ইউনিয়নের অংলাই পাড়া, বাগান পাড়া, পুনর্বাসন পাড়া ও লাইপুং পাড়ার ১৩০ পরিবারকে একটি করে সোলার হোম সিস্টেম হাতে তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।