ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

টিউলিপকে সর্ব ইউরোপীয় আ’লীগের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
টিউলিপকে সর্ব ইউরোপীয় আ’লীগের অভিনন্দন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার (শ্যাডো ক্যাবিনেট) সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া উপমন্ত্রী মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

সম্প্রতি পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী টিউলিপ সিদ্দিকের যুক্তরাজ্য লেবার পার্টির ছায়া মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি বিশ্ব রাজনীতির পরিমণ্ডলে এক বিশাল অর্জন।

প্রবাসে বাংলাদেশের রাজনীতির বাইরে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করে এমপি নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্য ছায়া মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির মাধ্যমে টিউলিপ প্রবাসে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন।

বিবৃতিতে তিনি টিউলিপ সিদ্দিকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।