ঢাকা: জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) আয়োজিত সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে নয় দিনের সরকারি সফরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ২৫ নভেম্বর রাতে এমিরেটস এয়ারলাইনসে তিনি ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী-লেখক-সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, বাঙালি- অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহী দাস সাহা, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি বখতিয়ার রানা, আওয়ামী লীগ নেতা নয়ন হোসেন, মাহবুব খান শামীম, এস এম সাইফুজামান, আমিনুল ইসলাম কাঞ্চন, ইয়াসিম মিয়া বাবু, কমিউনিটি নেতা মজনু আজাদ, আলী হোসেন, আবদুল হক চৌধুরী মাসুম প্রমুখ।
বিমান বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মো. আবু জাফর ও কাউন্সেলর শাবাব বিন আহমেদ।
সফরকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু স্বল্পোন্নত দেশের মন্ত্রীদের ষষ্ঠ সভা, চতুর্থ সামিট ও টেকসই শিল্প উন্নয়ন সভা, দ্বিতীয় দাতা ফোরাম সভা এবং ষোড়শ ইউনিডো সাধারণ সভায় যোগ দেবেন।
০৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এ সফরকালে তিনি অস্ট্রিয়া প্রবাসী বাঙালিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএস