কাতার: কাতারে ইনভাইট ফুডস কোম্পানি লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে কাতারের রাজধানী দোহা ন্যাশনালে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইনভাইট ফুডস লিমিটেডের বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এ.এম.ইউসুফ এবং পরিচালনা করেন কাতার ইনভাইট ফুডস ডেপুটি কান্ট্রি ম্যানাজার এইচ.এম. ইব্রাহিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রশীদ চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন কাতারের কান্ট্রি ম্যানেজার বেলায়ত হোসেন আরজু, কোম্পানির এফেয়ার্স ম্যানেজার মামুন হোসেন, মার্কেটিং ও সেলস ম্যানেজার এনামুল হক, ফাইন্যান্স ম্যানেজার তাজুল ইসলাম, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার গোলাম সরোয়ার মিশু প্রমুখ।
বক্তারা বলেন, কাতারে বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিন বেড়ে চলেছে, ইনভাইট ফুডস এর মটর ভাজা, চানাচুর, চিফস, ফ্রুটো, বিস্কুট, জেলি, গ্রিন ম্যাংগো, জুস, সরিষার তেল, টুসি বিস্কুট, হলুদ, মরিচ ও মসলাসহ বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে কাতারের বাজারে।
বক্তারা আরো বলেন, মাত্র এক বছরে প্রবাসীদের কাছে ইনভাইট ফুডস’র পণ্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ইনভাইট ফুডস’র সব পণ্য কিনতে কাতার প্রবাসীদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের হাতে উপহার হিসেবে ইনভাইট ফুডস এর পণ্য তুলে দেন ইনভাইট ফুডস লিমিটেডের বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এ.এম.ইউসুফ।
অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন, ইনভাইট ফুডস কাতারের সব ডাইরেক্টর ও শেয়ার হোল্ডারগণ।
বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
আরএ