জেনেভা: সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক ‘ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন’র (আইপিইউ) মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ফজলে করিম চৌধুরী।
গত শনিবার (১৬ জানুয়ারি) জেনেভায় আইপিইউ’র সম্মেলন কক্ষে দিনব্যাপী আলোচনা ও বিতর্কের পর বিকেলে বিভিন্ন দেশের সংসদ সদস্যের ভোটাভুটির মাধ্যমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
চট্টগ্রামের ‘রাউজান-গহীরা’ থেকে নির্বাচিত সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এর আগে কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি প্রাক্তন সভাপতি ব্রিটিশ হাউজ অব কমন্সের সদস্য অ্যান ক্লাউজ‘র স্থলাভিষিক্ত হলেন।
গত বছরের মার্চে আইপিইউ‘র সভাপতি নির্বাচিত হন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
ফজলে করিম চৌধুরী জানান, তিনি ১৬৭ দেশের ৪৭ হাজার সংসদ সদস্যদের আন্তর্জাতিক ফোরাম আইপিইউ’র মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি পদে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। তার এই অর্জন বিশ্বমর্যাদার আসনে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হলো।
বিশ্বে একটি আন্তর্জাতিক ফোরামের দু’টি গুরুত্বপূর্ণ শাখায় একই দেশের এমপির নেতৃত্ব পাওয়ার ঘটনা বিরল দৃষ্টান্ত।
ফজলে করিম চৌধুরী তার এই সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এইচএ/