ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

১২ মার্চ টরন্টোতে চৈতন্যমেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
১২ মার্চ টরন্টোতে চৈতন্যমেলা

ঢাকা: আগামী ১২ মার্চ কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের রাজধানী টরন্টোয় অনুষ্ঠিত হবে ‘চৈতন্যমেলা’।

শনিবার (২৩ জানুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টরন্টো চৈতন্যমেলা উদযাপন কমিটি।

বাংলাদেশ-কানাডা হিন্দু মন্দিরে (১৬ ডোম অ্যাভিনিউ) স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হয়ে এ মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

যুগপুরুষ শ্রীচৈতন্যদেবের (১৪৮৬-১৫৩৩) সাম্য ও মৈত্রীর বাণীকে কমিউনিটির মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে তার আবির্ভাব তিথি দোল উৎসবের প্রাক্কালে এ মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক সংগঠনটি।

আয়োজকদের অন্যতম ড. দিলীপ চক্রবর্তী জানান, মেলাতে চৈতন্যদেবকে নিয়ে বাংলা ও ইংরেজি ভাষায় রচিত প্রায় চারশ বইয়ের একটি প্রদর্শনী করা হবে। এছাড়াও থাকবে চৈতন্যদেবের জীবন নিয়ে ১৯৫৩ সালে নির্মিত সুচিত্রা সেন, পাহাড়ী স্যান্যাল, বসন্ত চৌধুরী অভিনীত ভারত সরকারের পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য’-এর প্রদর্শনী।

মেলায় চৈতন্যদেবকে নিয়ে রচিত গান ও নৃত্য পরিবেশিত হবে বলে আয়োজকদের পক্ষে পণ্ডিত প্রসেনজীৎ দেওঘরীয়া জানিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন টরন্টো ও পার্শ্ববর্তী শহরগুলোর বরেণ্য শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।