ডেনমার্ক: ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ উপলক্ষে রোববার (২১ ফেব্রুয়ারি) আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে সংগঠনটি।
জাতীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় মুঠোফোনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি বলেন, যাদের জন্য আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারছি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন বলেন, ভাষার জন্য বাঙালিরাই একমাত্র জাতি যারা রক্ত দিয়েছে। যারা ভাষার জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি।
সভায় আরও বক্তব্য রাখেন, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া, উপদেষ্টা তাইফুর রহমান ভুইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শোয়েব সাইদ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ভুইয়া।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ, সামি দাশ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ লিমন, বোরহান উদ্দিন, হিল্লোল বড়ুয়া, আবদুল্লাহ আল জাহিদ, বোরহান উদ্দিন, মোহাম্মদ ইউসুফ হিল্লোল বড়ুয়া, আমির হোসেন, রেজাউল হক, ফাহমিদ আল মাহিদ, কাউসার আহমেদ সুমন, রেজাউল করিম, বেলাল হোসেন রুমি, তায়মুল শোয়েব, হুমায়ুন কবির রানা, শাহ আলম, সেতু আহমেদ, কবির আহমেদ, শাহজালাল পিন্টু, খাদিজা খাতুন মিনি, কোহিনুর আখতার মুকুল, ডা. অমিত কুমার রায়, শামসুল আলম চৌধুরী, আবু আশরাফ মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ রাব্বী, কচি মিয়া, রাশেদুল হাসান রুবেল, সুমন দাশ, বদিউজাম্মান শান্ত, মাহফুজুর রহমান নয়ন এ কিউ এম হ্যাপী, সবুজ মল্লিক, অধ্যাপক টুটুল, জামাল আহমেদ সোহাগ, শাহীন মিয়া, মোকলেসুর রহমান, দেবাশিস বড়ুয়া মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন ইয়াকিন, সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ, রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া, লিন্ডা হাসান, জাহেদুর রহমান, অমিত বড়ুয়া, মাকসুদুল হাসান, রনি, ফুয়াদ, যুবলীগ ডেনমার্ক ভারপ্রাপ্ত সভাপতি জামিল আখতার কামরুল ও সাধারণ সম্পাদক আমির জীবন এবং ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ওএইচ/জেডএস