ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারে প্রবাসীদের মিলনমেলা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারে প্রবাসীদের মিলনমেলা

প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের নিজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘উৎসব’।

স্থানীয় সময় ২২ মে শিশু-কিশোরদের উৎসাহিত করতে কানাডার বৃটিশ কলাম্বিয়া প্রোভিন্সের গ্রেটার ভ্যাঙ্কুভারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় খান্না ব্যাংকুয়েট হলে আয়োজিত বাংলা বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন-উৎসবের সাধারণ সম্পাদক জয়দীপ চক্রবর্তী। অন্যদের মধ্যে উৎসবের প্রাক্তন সভাপতি রথীন ভট্টাচার্যও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কালমৃগয়া’ থেকে ঋষি বালক এবং লীলা চরিত্রের অংশ বিশেষ পরিবেশন করেন উচ্ছ্বল ও প্রমিতা।

সঙ্গীত পরিবেশন করেন রাফিয়া মাহজাবিন, সুস্মিতা, অনামিকা দত্ত প্রমা, অভিষেক মুখোপাধ্যায়, অহনা, ঊর্মি চক্রবর্তী। আর নৃত্য পরিবেশন করেন উদান্তিকা, পূজা সাহা, অনামিকা দত্ত প্রমা, পৃথা সাহা এবং অন্তরা রায়।

তাদের সঙ্গে তবলায় ছিলন শুভময় দাসগুপ্ত । নাট্যকার স্বপন গঙ্গোপাধ্যায় রচিত শ্রুতিনাটক ‘পাকা দেখা’ শুভময় দাসগুপ্ত ও অদিতি দাসগুপ্ত’র পরিবেশনায় অনবদ্য হয়ে উঠেছিলো।

বাংলা ও ইংরেজিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহানা আকতার মহুয়া এবং মৃন্ময় হালদার।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬
আরআইইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।