ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আইডিবিকে ঋণের সুদ কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, জুন ৫, ২০১৬
আইডিবিকে ঋণের সুদ কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর

জেদ্দা থেকে: ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংককে (আইডিবি) তাদের দেয়া ঋণে সুদ কমানোর প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আইডিবির লোনটা কমপিটিটিভ হতে হবে। ’

 

শনিবার (০৪ জুন) সন্ধ্যায় জেদ্দা কনফারেন্স প্যালেসে সৌদি বাদশার আমন্ত্রণে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ড. আহমেদ তিকতিক’এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন ।

পরে পররাষ্ট্র সচিব শহিদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে ব্রিফ করেন।

আইডিবি’র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) সদস্য দেশগুলোর মধ্যে অর্থায়ন করে থাকে। বাংলাদেশ মূলত জ্বালানি তেল কেনার ক্ষেত্রে আইটিএফসির কাছ থেকে ঋণ নেয়।

আইডিবি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আহমেদ তিকতিক বড় বড় প্রকল্পে অর্থায়নের জন্য ইসলামিক ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী এই উদ্যোগ অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন।

সাক্ষাতে ঋণ এর বিষয়ে কথা উঠলে সুদ কমানোর প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইডিবির লোনটা কমপিটিটিভ হতে হবে।

এছাড়া বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, বড় বাজেট, ৭ শতাংশ গ্রোথ রেট এই বিষয়গুলো ‍তুলে ধরেন শেখ হাসিনা।

সাক্ষা‍ৎকালে আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাস্থ্য সেবা দিতে আগামী বছর বাংলাদেশকে ১০টি মোবাইল ক্লিনিক দেয়ার বিষয়টি উল্লেখ করেন।

আহমেদ তিকতিক বলেন, বাংলাদেশে আইডিবির প্রাইওরিটি হবে এনার্জি প্রজেক্ট, রুরাল এন্ড হাউজিং, রোড প্রজেক্ট।

বাংলাদেশে এ বছরের শেষ নাগাদ আইডিবির অফিস খোলা হবে। ৫ টা অফিস হবে তার মধ্যে বাংলাদেশে একটা অফিস হবে। এর নাম কান্ট্রি গেটওয়ে অফিস। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।

ব্রিফিং এ পররাষ্ট্র সচিব জানান, একটা সৌদি ট্রাস্ট বাংলাদেশে ১৭৩টি স্লাইকোন সেন্টার করার জন্য ফান্ড দিয়েছে আইডিবিকে। তার মধ্যে ৯০টা অলরেডি হয়ে গেছে। এতে ১৩০ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

** মরাহ পালন করলেন প্রধানমন্ত্রী, মক্কা থেকে মহিউদ্দিন

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।