ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মে ৩০, ২০১৭
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত কাতারের মানচিত্র

কাতার থেকে: কাতারে প্রাইভেটকারের ধাক্কায় মো. আকরাম হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। সোমবার (২৯ মে) কাতারে আল খোর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ থানার মাইটভাঙ্গা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের শেখ সুকানির বারী মোক্তাদের জামানের ছেলে।

তিনি কাতারে বিন শুক গ্রুপ কোম্পানিতে কর্মরত ছিলেন।

চারবছর আগে এ কোম্পানিতে চাকরি নিয়ে তিনি কাতারে আসেন।

নিহতের বড় ভাই কাতার প্রবাসী ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ইফতার করে বাসা থেকে আল খোরে ঘুরতে যাওয়ার পথে হাইওয়ে রোডে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তার ভাইয়ের মৃত্যু হয়। রাতে বাসায় না ফেরায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ার কারণে মঙ্গলবার সকালে কাতারের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়।

এরপর কাতার পুলিশের সাহায্য নিলে আল খোর হামাদ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।

কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

ওই প্রাইভেটকারের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।