কাতারে আল নূর কালচারাল সেন্টারের ব্যবস্থাপনায় কোরআন প্রশিক্ষণ কোর্সের প্রথম পর্বের ছাত্রদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক মনোজ্ঞ আল কোরআন সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০৭ জুলাই) রাজধানী দোহার ফানার ইনস্টিটিউটে প্রকৌশলী সালাহ উদ্দীনের সভাপতিত্বে ও প্রকৌশলী মনীরুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের প্রখ্যাত মনীষী মাওলানা বদরুদ্দীন।
প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আমিনুল হক।
আলোচনা করেন মাওলানা ইউসুফ নূর, মাওলানা মুস্তাফিজুর রহমান, হাজি বাশার সরকার, প্রকৌশলী আব্দুল হালীম, হাজি লোকমান প্রমুখ।
বক্তারা বাংলা বা ইংরেজি শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে আল কোরআন শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসার জন্য সর্বস্তরের মুসলমানদের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।