বৃহস্পতিবার (১৩ জুলাই) স্থানীয় সময় রাত ৮টায় আলসাদে জাসেম বিন হামাদ স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা চলাকালে ১৩ মিনিটে কাতারের পক্ষে প্রথম গোলটি করেন আকরাম আফিফ।
খেলা দেখতে কাতারের বিভিন্ন শহর থেকে স্টেডিয়ামে ভিড় করেন অনেক বাংলাদেশি দর্শক। প্রবাসী ব্যান্ডদলের ঢোল-তবলা ও বাঁশির অবিরাম সুর আর জাতীয় পতাকা হাতে হাজারো দর্শকের স্লোগানে পুরোটা সময় বাংলাদেশের পক্ষে মেতে থাকে আলসাদ স্টেডিয়াম।
খেলার বিরতিতে কাতারের জাতীয় দল পরিচালনা কমিটির প্রধান কর্মকর্তা আহমদ আল আব্বাসি কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বুধবার (১২ জুলাই) দুপুরের পর ৩টায় কাতারে এসে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বাফুফের সাতজন কর্মকর্তাসহ মোট ৩০ জনের এই দল নেপাল থেকে দোহায় আসে। ১৫ জুলাই তারা জর্ডান হয়ে ফিলিস্তিনে এএফসি কাপের খেলায় অংশ নেবে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এএ