ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মন্ট্রিয়লে একুশে বইমেলা ২৪ ফেব্রুয়ারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
মন্ট্রিয়লে একুশে বইমেলা ২৪ ফেব্রুয়ারি

মন্ট্রিয়লে আগামী ২৪ ফেব্রুয়ারি ষষ্ঠ একুশে বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মন্ট্রিয়লস্থ ৪১৯ সেন্ট রকে দিনভর এ বইমেলা চলবে।

কানাডা-বাংলাদেশ সলিডারিটি আয়োজিত এ বইমেলায় প্রধান অতিথি হিসেবে কথাশিল্পী সেলিনা হোসেনের উপস্থিত থাকার কথা রযেছে।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল।

সংগঠনের কর্ণধার শামসাদ রানা জানান, প্রবাসী এবং নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যে সংগঠনটি গত পাঁচ বছর ধরে একুশে বইমেলার আয়োজন করছে।  

সেই ধারাবাহিকতায় এবারও থাকছে ছবি আঁকা ও মুখে মুখে গল্প বলা প্রতিযোগিতা। এছাড়া থাকছে আলোচনা অনুষ্ঠান, প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক পর্ব।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।