এদিন দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শ্রদ্ধার সঙ্গে মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের স্মরণ করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে তারা বলেন, ভাষা আন্দোলন বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা। এরই ধারাবাহিকতায় আসে বাঙালির চির কাঙ্ক্ষিত স্বাধীনতা। অমর একুশের চেতনা বাস্তবায়নে দেশ ও জাতিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
এরপর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
আরআর