দিবসটি উপলক্ষে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্যদিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করেন।
দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অংশ নিয়ে তিনি বঙ্গবন্ধুর পোট্রেট ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শোক সভায় তিনি বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। তাই শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়তে প্রবাসে বসবাসরত সবার প্রতি আহ্বান জানান।
এসময় ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় গণ্যমান্য অতিথি, দূতাবাসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভা, দোয়া-মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ ও অন্যান্য ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
ওএইচ/