ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের ইফতার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জুন ৪, ২০১৯
ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের ইফতার বিতরণ ....

প্রবাসিদের সেবামুলক সংগঠন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ রমজান মাসে দেশের চারটি জেলায় পাচঁটি এতিমখানায় এক হাজারেরও অধিক ছাত্রদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে।

মাদ্রাসাগুলো হচ্ছে- লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাশিমপুর থানাপাড়া জামি আতুল আবরার রাহমানিয়া মাদ্রাসা, নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া দারুল কোরআন মাদ্রাসা, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার চারিপাড় মাদ্রাসাতু খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এবং সিংগাইর উপজেলার চান্দহর ফতেপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদী চরপাড়া জামে মসজিদ ও এতিমখানা।

সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ জানান, শত কর্মব্যস্ততার মাঝেও প্রবাসে থেকেই সংগঠনের সকল সদস্য ভালো কাজে অংশগ্রহণ করছেন।

প্রবাসীদের আর্থিক সহায়তা সংগ্রহের মাধ্যমে দেশের গরিব ও দুস্থ মানুষসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।