মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) টোকিওতে আয়োজিত এক সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা একথা বলেন।
টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টোকিওর সাঙ্গিও কাইকান হলে বাংলাদেশের জনসম্পদ উন্নয়ন বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এছাড়া বক্তব্য রাখেন আইপিএমর প্রেসিডেন্ট সেতসুকো ইকেদা, বোয়েসেলের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল হক, ফরেন ওয়ার্কার্স সাপোর্ট ডিপার্টমেন্টের ম্যানেজার নাওকি ডই, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) উপপরিচালক এবং আইপিএমর হিদেয়ি সাকাশিতা।
সেমিনারে রাবাব ফাতিমা বলেন, জাপানে দক্ষ ও অদক্ষ কর্মী পাঠানোর পূর্বশর্ত হলো জাপানি ভাষা ও রীতিনীতিতে দক্ষতা অর্জন করা। কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কেউ যেন প্রতারণার শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
সেমিনারে শতাধিক উদ্যোক্তা ও তাদের প্রতিনিধি অংশ নেন। এতে সহযোগিতা করে জেট্রো, টোকিও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সিনজুকু সিটি অফিস, টোকিও মেট্রোপলিটন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সাপোর্ট সেন্টার ইত্যাদি প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
টিআর/এএ