ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর সাথে পর্তুগাল আওয়ামীলীগের মতবিনিময়

সমীর দেবনাথ, পর্তুগাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর সাথে পর্তুগাল আওয়ামীলীগের মতবিনিময় ...

সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারা বাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর সঙ্গে মতবিনিময় করেছেন পর্তুগাল আওয়ামী লীগ নেতৃবৃন্দ।  

মঙ্গলবার (১৯ জুলাই) পর্তুগালের রাজধানী লিসবনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জসিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন সাঈদ আহমেদ।

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বক্তব্যে প্রবাসের নানা বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, পর্তুগালের প্রবাসীরা হলো ইউরোপে বাংলাদেশ প্রবাসীদের মূল জায়গা। প্রথমে সকলে এখানে আসেন। পরবর্তীতে সকলে ছড়িয়ে ছিটিয়ে যান ইউরোপের সকল জায়গায়, সকলের সুবিধা অনুযায়ী। যতোদিন পর্যন্ত বাংলাদেশে পর্তুগাল এম্বাসি হচ্ছে না, ততোদিন চেষ্টা করে যাবো বাংলাদেশে পর্তুগাল এম্বাসি স্থাপনের জন্য।

অনুষ্ঠানে বক্তব্য দেন পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মো. মাহবুবুল আলম,  সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সায়েক, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, সাবেক শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক বিল্লাল রেজা, পর্তুগাল আওয়ামী লীগের সহ আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, যুবলীগ নেতা তানভীর আলম জনি, খন্দকার ইউনুস ফাহাদ, ছাত্রলীগ নেতা আকমল হোসাইন।  

উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ডালিম খাঁন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সোহেল খাঁন, বাবুল মিয়া, আসাদ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সাব্বির, যুবলীগ নেতা জুবায়ের, আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা জুলাই ২০, ২০২২
এসি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।