ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সালতামামি

বছরজুড়ে নারায়ণগঞ্জের যত আলোচিত রায় 

মাহফুজুর রহমান পারভেজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
বছরজুড়ে নারায়ণগঞ্জের যত আলোচিত রায় 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে বেশ কয়েকটি মামলার রায় ছিল বেশ আলোচিত।

ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির ফাঁসি ও একজনের যাবজ্জীবন  
নারায়ণগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় চার আসামিকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

একই সঙ্গে মুক্তি দেওয়া হয় একজনকে। ১৮ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরে ১০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় সোহাগ আলী (২৫) নামে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দেন আদালত। ২০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।

মাদক বিক্রেতার ১৪ বছর কারাদণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাওন মিল্কি (২০) নামে এক মাদক বিক্রেতাকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ৮ জুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন।

মিশর হত্যা মামলা
নারায়ণগঞ্জ বন্দরে মিজান সিকদার মিশর হত‌্যা মামলার রায়ে একজনের মৃত‌্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।