করোনা মহামারির কারণে ২০২০ সাল ছিল বিভীষিকাময়। যার প্রভাবে দেশের ক্রীড়াঙ্গনের কার্যক্রমেও নেমে আসে দীর্ঘস্থায়ী স্থবিরতা।
বিশ্বকাপ জয় করে ফেরা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বরণ করে নিতে হাজারো সমর্থকদের ভিড়।
বিশ্বকাপ জয় করে ফেরা যুবাদের বরণ করে নিচ্ছেন বিসিবির প্রেসিডেন্ট ও কর্মকর্তারা।
বিশ্বকাপ জেতা যুবা টাইগারদের বরণ করে নিতে মানুষের ঢল।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা।
টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ২০৩ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারে এটা ছিল তার তৃতীয় ডাবল-সেঞ্চুরি।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয় করে টাইগাররা।
মেয়ে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফরে আসা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার হুলিও সিজার
করোনা বিরতির পর মাঠে ফিরেই নেপালের বিপক্ষে জয়ের দেখা পায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল
বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচ দিয়ে করোনাকালে মাঠে দর্শক উপস্থিতির দেখা মেলে।
রকিবুল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণি ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসের রেকর্ড (অপরাজিত ৩৩৪ রান) গড়ার পর কেক কেটে তামিমকে সতীর্থদের অভিনন্দন।
নিউ নরমালে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ক্রিকেট ফেরার প্রস্তুতির আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন।
সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে এক বছর পর মাঠে ফেরেন সাকিব।
সাকিবের পাশাপাশি দীর্ঘ বিরতি শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরেন মাশরাফিও। দুজন খেলেন একই দলে (জেমকন খুলনা)।
আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে বিসিবির স্মরণ।
বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের একটি ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে মুশফিকের মারমুখী আচরণ বেশ বিতর্কের জন্ম দিয়েছিল।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপা জেতার পর জেমকন খুলনার খেলোয়াড়দের উদযাপন।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপা হাতে মাহমুদউল্লাহ।
জেমকন খুলনার শিরোপা উৎসব।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এমএইচএম