ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

নারী ক্রিকেট দলকে বিসিবির অর্থপুরস্কার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
নারী ক্রিকেট দলকে বিসিবির অর্থপুরস্কার

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে দলের স্বীকৃতি পাওয়ায় জাতীয় দলের নারী ক্রিকেটারদের অর্থ পুরস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিলো বিসিবি সে টাকার চেক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিসিবি একাডেমি ভবনে জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ ৭১ হাজার টাকার চেক দিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল।



এই টাকা আসলে বিসিবি একা দেয়নি। বিসিবি তার তহবিল থেকে প্রত্যেককে দিয়েছে এক লাখ টাকা করে। বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে পুরো দলের জন্য পাঁচ লাখ এবং প্রিমিয়ার ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা মিলিয়ে ক্রিকেটারদের দেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে ক্রিকেটারদের একটা সুখবরও দিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বাকাপে খেলবে বাংলাদেশ নারী দল। তিনি বলেন, ‘আইসিসি আমার প্রস্তাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পরের টি-টোয়েন্টি বিশ্বাকাপে আমাদেরকে খেলার সুযোগ করে দেবে। ’

২০১৪ সালে ছেলে এবং মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।