ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

চোট কাটিয়ে সুস্থ টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২
চোট কাটিয়ে সুস্থ টেন্ডুলকার

মুম্বাই: আঙুলে চোট পাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে পারছেন না শচীন টেন্ডুলকার। অনুশীলন শেষে বৃস্পতিবার সুখবর দিয়েছেন ব্যাটিং জিনিয়াস।

চোট কাটিয়ে ময়দানী লড়াইয়ে ফিরতে মরিয়া লিটলমাস্টার।

বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ক্লাবের অনুশীলন শেষে মিড ডে পত্রিকাকে টেন্ডুলকার বলেন, ‘আঙুলের চোট সেরে গেছে। এখন সুস্থবোধ করছি। ’ প্রায় দুই ঘণ্টা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে নেট প্রাকটিস করেন সেঞ্চুরিম্যান।

প্রত্যাশা করা হচ্ছে সমর্থক ও অধিনায়কের চিন্তা দূর করে রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক নেতা টেন্ডুলকার। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলার সময় আঙুলে চোট পান ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। এরপর দলের হয়ে খেলতে পারেননি পাঁচটি ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।