মৌলভীবাজার: বৃহত্তর সিলেটে প্রথমবারের মতো মৌলভীবাজার স্টেডিয়ামে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার দুপুরে চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন সাংবাদিকদের একথা বলেন।
মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আগামী ২১ ফেব্রুয়ারি সকালে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন, বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়ানুরাগী রাগীব আলী।
টুর্ণামেন্টে মৌলভীবাজার জেলার ৮টি দল, ঢাকার ৩টি ও অন্যান্য মিলে মোট ১৬টি দল অংশ নেবে বলে জানা গেছে।
টুর্ণামেন্টে বিভিন্ন দলের পক্ষে জাতীয় দলের খেলোয়াড়রাও অংশ নেবে বলে জানানো হয়েছে।
এছাড়া টুর্ণামেন্টকে সফল ও উপভোগ্য করতে ইতোমধ্যে মৌলভীবাজার স্টেডিয়ামে ডিজিটাল স্কোর বোর্ড স্থাপন করা হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চেম্বার সহ-সভাপতি আবু সুফিয়ান, টুর্ণামেন্ট পরিচালনা পরিষদের সদস্য সচিব মো. খয়রুজ্জামান শ্যামল, বকশি মিছবাহ উর রহমান, হাসিব হোসেন খাঁন বাবু, প্রকৌশলী হাবিবুর রহমান, হাসান আহমেদ জাবেদ, সৈয়দ মুনিম উদ্দিন রিমন, নুরুল ইসলাম এলিট প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর