ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য কোম্পানি ব্রোকার হাউজগুলোকে নিয়ে একটি অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসই’র তালিকাভুক্ত মোট ২৫০টি ব্রোকারেজ হাউজ রয়েছে।
বুধবার ডিএসই’র ট্রেক হোল্ডারস ক্লাবে এক সভায় এ অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় ডিএসই’র সভাপতি আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর অধীনে ‘ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ জন্য আহসানুল ইসলাম টিটুকে অহ্বায়ক করে ১৫ (পনের) সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪