ঢাকা: একেএম জিয়াউল হাসান খানকে-এফসিএ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) পদে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বিএসইসি।
ডিএসই’র নমিনেশন অ্যান্ড রিমিউনিরেশন কমিটির প্রস্তাব অনুযায়ী এ অনুমোদন দিয়েছে বিএসইসি। গত ২৩ ফেব্রুয়ারি ডিএসই’র পক্ষ থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে কমিশন সার্বিক দিক বিবেচনা করে একেএম জিয়াউল হাসান খানকে সিআরও হিসেবে অনুমোদন দিয়েছে।
ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ (ডিমিউচ্যুয়ালাইজড) পরবর্তী তদারকি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সিআরও নামে একটি নতুন পদ সৃষ্টি করে ডিএসই। নতুন এ পদে সাবেক চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) একেএম জিয়াউল হাসান খান ভারপ্রাপ্ত সিআরও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪