ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থবছরে, শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্তভাবে ৩১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে অন্তর্বর্তীকালীন ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। সময় ও স্থান পরে নোটিশ আকারে জানানো হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মার্চ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ২৪৫ কোটি ৮৫ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ দশমিক ৫৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৯১ টাকা।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪