ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এমারেল্ড অয়েলের লেনদেন শুরু বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
এমারেল্ড অয়েলের লেনদেন শুরু বুধবার

ঢাকা: শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব  (আইপিও) অনুমোদন পাওয়া এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেদদেন শুরু হবে বুধবার থেকে।
 
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


 
আইপিওর মাধ্যমে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে।
 
এ জন্য কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি শেয়ারে এক লট হওয়ায় প্রতি আবেদনের বিপরীতে বিনিয়োগকারীদের ৫ হাজার টাকা জমা দিতে হয়েছে।
 
জানা গেছে, বাজার থেকে টাকা উত্তোলন করে কোম্পানিটি মূলধন বাড়াতে ৬ কোটি ৫০ লাখ, মেয়াদি ঋণ পরিশোধে ১২ কোটি ও ১ কোট ৫০ লাখ টাকা আইপিও খাতে ব্যয় ব্যয় করবে।
 
গত ৩০ জুন ২০১৩ আর্থিক প্রতিবেদন অনুযায়ী এমারেল্ড অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৮৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪ দশমিক ০৬ টাকা।
 
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।