ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা বাংলা ব্যাংক এবং প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করেছে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য দিয়েছে।
জানা যায়, ডাচ্-বাংলা ব্যাংকের ১৮তম এজিএম আগামী ৩০ মার্চ সকাল ১০টায় অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোডের মিলনায়তন ভবনে অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত স্থান অনুযায়ী এজিএম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০ দশমিক ০০ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৩ দশমিক ২১ টাকা।
অন্যদিকে, প্রাইম ব্যাংকের ১৯তম এজিএম আগামী ৩০ মার্চ বিকাল ৩টায় পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত স্থান অনুযায়ী এজিএম রূপসী বাংলা হোটেলের উইন্টার হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য মাত্র সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৯৮ টাকা, এ ছাড়াও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ দশমিক ৬৯ টাকা।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪