ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ডেল্টা স্পিনিং লিমিটেড কোম্পানির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৫১৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২আরঃ১ হারে রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করেছে। অর্থাৎ প্রতি একটি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার কিনতে পারবে বিনিয়োগকারীরা।
কোম্পানিটি বাজারে মোট ৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৬শ’ রাইট শেয়ার ছেড়ে মোট ৯১ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা কোম্পানিটির দীর্ঘ মেয়াদী ঋণ পরিশোধ, টেক্সটাইল স্পিনিং মিলের ভারসাম্য রক্ষা, যন্ত্রপাতি আধুনিকীকরণ ও পুনঃস্থাপন এবং ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে।
এ কোম্পানির রাইট শেয়ার ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ব্যানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪