ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণ-১ ও গ্রামীণ-২ মিউচ্যুয়াল ফান্ডের নিট সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ।
৩ এপ্রিল পর্যন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা অভিহিত মূল্যের গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৩৩.৭৮ টাকা এবং প্রতি ইউনিট উৎপাদন ব্যয়ের ওপর ভিত্তি করে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ২১.৭০ টাকা।
এ সময়ে গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ডের আকার ৮৬ কোটি ১৩ লাখ ১৬ হাজার ৪৩২ টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে, ১০ টাকা অভিহিত মূল্যের গ্রামীণ-২ মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৮০ টাকা এবং প্রতি ইউনিট উৎপাদন ব্যয়ের ওপর ভিত্তি করে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৩.০২ টাকা।
সেই সঙ্গে মিউচ্যুয়াল ফান্ডের আকার দাঁড়িয়েছে ২৫৮ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৩৯৬ টাকা।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪