ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

উভয় স্টকে সূচক ও লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
উভয় স্টকে সূচক ও লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক ও লেনদেন বৃদ্ধি পেয়ে কার্যক্রম শেষ হয়েছে।
 
সোমবার ডিএসইতে মোট লেনদেনের ৫ শতাংশ ছিল সিমেন্ট খাতের দখলে।

গত রোববার এ খাতের অবদান ছিল ২১ শতাংশ। লাফার্জ সুরমা সিমেন্ট ও হোলসিম সিমেন্টের একীভূত হওয়ার সংবাদ প্রকাশ হওয়ার পর গত কয়েক কার্যদিবস ধরে সিমেন্ট খাতের বড় অগ্রগতি লক্ষ্য করা যায়।

কিন্তু সোমবার ডিএসইতে এ খাতের অবদান গত কার্যদিবসের তুলনায় প্রায় ৪ গুণ কমে যায়।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৪৫ লাখ টাকা। গত রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
 
অন্যদিকে, অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩৯ লাখ টাকার। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
 
সোমবার ডিএসইতে খাত ভিত্তিক মোট লেনদেনে জ্বালানি খাতের অবদান ১৫ দশমিক ০৬ শতাংশ, টেক্সটাইল খাতের ৬ দশমিক ৮৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ১ দশমিক ২২ শতাংশ, টেলিকমিউনিকেশন খাত ১৫ দশমিক ২১ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাত ২ দশমিক ৪৭ শতাংশ, ব্যাংক ৭ দশমিক ১৪ শতাংশ, ওষুধ ও রসায়ন খাত ১৩ দশমিক ১২ শতাংশ, প্রকৌশল ৮ দশমিক ৪৬ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক ৮ দশমিক ২৫ শতাংশ, সিমেন্ট খাত ৫ দশমিক ২৩ এবং ইন্স্যুরেন্স খাতের অবদান ৩ দশমিক ০১ শতাংশ।
 
লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ সূচক একটানা বৃদ্ধি পেতে থাকে। তবে বেলা পৌনে ১২টায় সূচক দিনের সর্বোচ্চ ৩৮ পয়েন্ট বৃদ্ধি পায়।

লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ৬০৮ পয়েন্টে।
 
ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার ৬৮২ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৮০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তীত রয়েছে ২৫টির দাম।
 
সোমবার ডিএসইতে টাকার ভিত্তিতে লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, হাইডেলবার্গ সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিঙ্গার বিডি এবং মার্কেন্টাইল ব্যাংক।
 
অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৮ হাজার ৯৪৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১১ হাজার ৯৯১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১৪ হাজার ২১৬ পয়েন্টে।
 
সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩৯ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।