ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৩০০ ভাগ লভ্যাংশ দেবে বাটা সু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
৩০০ ভাগ লভ্যাংশ দেবে বাটা সু

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের জন্য মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ১৯৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ।

যা গত ডিসেম্বর পরিশোধ করা হয়েছে। আর চূড়ান্তভাবে আরও ১০৫ শতাংশ দেয়ার সুপারিশ করা হয়েছে।
 
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
 
আগামী ১৯ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ধামরাইয়ে ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।
 
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ দশমিক ৪৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬৪ দশমিক ৯৬ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।