ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মুনাফা বেড়েছে রূপালী ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মে ৭, ২০১৪
মুনাফা বেড়েছে রূপালী ব্যাংকের

ঢাকা: ব্যাংকিং খাতের রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে।

৩১ মার্চ ২০১৪ সমাপ্ত প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-১৪) আগের অর্থবছরের একই সময়ের চেয়ে মুনাফা বেড়েছে ৪ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা।



বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী তাদের কর পরিশোধের পর সংকুচিত নেট মুনাফা হয়েছে ২০ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ১৪ পয়সা। যা এর আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১৫ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা ও ইপিএস ৮৬ পয়সা।

বাংলাদেশ সময় : ১০৪০ ঘণ্টা, মে ০৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।