ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

গত সপ্তাহের পুঁজিবাজার

লেনদেন সামান্য বাড়লেও কমেছে সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, মে ১০, ২০১৪
লেনদেন সামান্য বাড়লেও কমেছে সূচক

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেনে সামান্য বাড়লেও কমেছে সূচক। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ।


 
অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক (ডিএসইএক্স), ডিএসই-৩০ ও ডিএসই শরীয়াহ সূচক কমেছে। ডিএসইএক্স সূচক কমেছে ১১ দশমিক ৭৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক কমেছে ৫ দশমিক ৯২ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ সূচক কমেছে ৫ দশমিক ২৮ পয়েন্ট।
 
এদিকে সিএসই’র সিএসসিএক্স সূচক কমেছে ৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক কমেছে ৯১ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক বৃদ্ধি পেয়েছে ৭ পয়েন্ট। অন্যদিকে, গত সপ্তাহে সিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে ১৩ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৬৫৬ টাকা।
 
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই’র সাধারণ সূচক (ডিএসইএক্স) ছিল ৪ হাজার ৫৬৬ দশমিক ৮৬ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৪ হাজার ৫৫৫ দশমিক ১২ পয়েন্টে।
 
অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক (ডিএসইএক্স) কমেছে ১১ দশমিক ৭৪ পয়েন্ট বা ০ দশমিক ২৬ শতাংশ।
 
এদিকে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসই’র সিএসসিএক্স সূচক ছিল ৮ হাজার ৭৭১ পয়েন্টে। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৮ হাজার ৭৬৩ পয়েন্টে।
 
অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সিএসসিএক্স সূচক কমেছে ৮ পয়েন্ট বা ০ দশমিক ০৮ শতাংশ।
 
গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসই ও সিএসই’র সূচক কমেছে। এছাড়া বৃদ্ধি পেয়েছে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ। লেনদেন হয়েছে মোট এক হাজার ৯১৩ কোটি ৩২ লাখ ৪১ হাজার ২৯ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৬৯৩ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ৩৯৫ টাকা।
 
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১৬৩টির, কমেছে ১১৪টির ও অপরিবর্তিত ছিল ২৪টির দাম। লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের।
 
এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ৪৫টির, কমেছে ২৪৮টির ও অপরিবর্তিত ছিল ৮টির দাম। লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের।
 
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে মোট ৫ কার্যদিবসে ডিএসই’র দৈনিক গড় লেনদেন কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৩৮২ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার ৮৮৩ টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৪২৩ কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৫৯৯ টাকা।
 
অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৯ দশমিক ৬২ শতাংশ।
 
এছাড়া ডিএসইতে কমেছে বৃদ্ধি পেয়েছে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৪১ কোটি ৩৪ লাখ ৮৮৩টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ৩৭ কোটি ৭ লাখ ৭৩ হাজার ১৪১টি। সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- সলভো কেমিক্যাল (২০ দশমিক ৭৪ শতাংশ), ইনটেক অনলাইন(১৮ দশমিক ১১ শতাংশ), আনোয়ার গ্যালভানাইজিং (১৪ দশমিক ৮১ শতাংশ), নর্দান জেনারেল ইন্সুরেন্স(১৪ দশমিক ৪৪ শতাংশ), কন্টিনেন্টাল ইন্সুরেন্স (১৪ দশমিক ২৯ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (১৩ দশমিক ৫০ শতাংশ), বিডি থাই অ্যালুমিনিয়াম (১৩ দশমিক ৪৩ শতাংশ), বিএফআইসি (১৩ দশমিক ৪৩ শতাংশ), মতিন স্পিনিং (১৩ দশমিক ৩০ শতাংশ) এবং প্যারামাউন্ট টেক্সটাইল (১৩ দশমিক ২৭ শতাংশ)।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক (২৭ দশমিক ৭৮ শতাংশ), সিঙ্গার বিডি (১২ দশমিক ০২ শতাংশ), এনসিসি ব্যাংক (১০ দশমিক ২৪ শতাংশ), বাটা সু(৯ দশমিক ৯৪ শতাংশ), সপ্তম আইসিবি মি. ফান্ড (৯ দশমিক ৮০ শতাংশ), ইবনে সিনা (৯ দশমিক ৪৪ শতাংশ), রেকটি বেঞ্চকিজার (৮ দশমিক ০৮ শতাংশ), বার্জার পেইন্ট (৭ দশমিক ৯৯ শতাংশ), কহিনুর কেমিকেল(৭ দশমিক ৮৯ শতাংশ) এবং রেনেটা লিমিটেড (৭ দশমিক ৭৫ শতাংশ)।
 
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মে ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।