ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মূল মার্কেটে ওয়াটা কেমিক্যালের লেনদেন শুরু বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৪
মূল মার্কেটে ওয়াটা কেমিক্যালের লেনদেন শুরু বুধবার

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তিন বছর থাকার পর বুধবার থেকে মূল মার্কেটে ফিরছে ওয়াটা ক্যামিক্যালস লিমিটেড। মূল মার্কেটে ফিরতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের এক বছর পর এ সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।



লেনদেনের শুরুর দিন থেকেই শেয়ারটির লেনদেনে মূল্যসীমা (সার্কিট ব্রেকার) থাকবে।
 
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানিটিকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পর লেনদেনের এই দিন ধার্য করে।
 
অনিয়মিত উৎপাদন, বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারা, নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করায় ২০০৯ সালে কোম্পানিটিকে ওটিসিতে পাঠায় বিএসইসি। এরপর মূল মার্কেটে ফেরার সব শর্ত পূরণ হওয়ায় গত বছর কোম্পানিটি মূল মার্কেটে ফেরার আবেদনের প্রেক্ষিতে বিএসইসি কোম্পানিটিকে মূলবাজারে ফেরার সুযোগ দেয়।
 
১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার মূল মার্কেটে সর্বশেষ লেনদেন হয় ২০০৯ সালের ২৪ জুন। প্রধানত ২০০২ সালের পর থেকে টানা সাত বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ায় ওটিসি মার্কেটে পাঠানো হয় এ কোম্পানিটি। তবে ২০১০ সাল থেকে বিনিয়োগকারীদের নিয়মিত লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি।
 
বর্তমানে কোম্পানির অনুমোদিত মূলধন ১৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪ কোটি ৮৬ লাখ টাকা। কোম্পানিটি ২০১২ সালে ২০ শতাংশ বোনাস শেয়ার, ২০১১ সালে ১২ শতাংশ নগদ ও ২০১০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
 
২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত অর্ধবার্ষিকী প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ৯০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬৮ দশমিক ২৮ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।