ঢাকা: বিমা খাতের মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার সবচেয়ে বেশি কমেছে। এদিন ১৯ টাকা বা ১৬ দশমিক ২১ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।
দিনভর এই শেয়ার ৯৮ টাকা ১০ পয়সা থেকে ১০৪ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ৯৮ টাকা ২০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ০৮ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৩২৭ টাকায়।
দিনভর এই শেয়ার ৩১৪ টাকা ৫০ পয়সা থেকে ৩৩৮ টাকায় লেনদেন হয়।
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, চতুর্থ রেনেটা, পঞ্চম আইসিবি, ষষ্ঠ জেএমআই সিরিঞ্জ, সপ্তম স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, অষ্টম হাক্কানি পাল্প, নবম আইসিবি ইসলামিক ব্যাংক এবং দশম স্থানে ছিল পায়ওনিয়ার ইন্স্যুরেন্স।
বাংলাদেশ সময় : ১৬৫৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪