ঢাকা : ব্যাংকিং খাতের এবি ব্যাংককে ২৫০ কোটি টাকা আকারের বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের (বিএসইসি) ৫২২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বন্ড ইস্যুর মাধ্যমে এবি ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাসেল-টু-এর শর্ত পূরণ, টায়ার ২ মূলধন বৃদ্ধি, ব্যাংকের চলতি প্রবৃদ্ধি বজায় রাখা ইত্যাদি কাজে ব্যয় করবে।
এতে জানানো হয়, বন্ডটির বৈশিষ্ট হলো নন-কনভারটেবল সাবঅর্ডিনেটেড বন্ড অর্থাৎ যা শেয়ারে রূপান্তর করা যাবে না। ৭ বছর মেয়াদী আন-সিকিউরড সাব-অর্ডিনেটেড বন্ড। এর কুপন রেট ১১ থেকে ১৩ শতাংশ। এছাড়া বন্ডটি সাত বছরে সম্পূর্ণ পুনরুদ্ধার হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডটি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা।
বাংলাদেশ সময় : ১২০২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪