ঢাকা: পাট খাতের জুট স্পিনার্স কোম্পানির শেয়ার দর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সবচেয়ে বেশি কমেছে। এদিন ৫ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৪২ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।
দিনভর এই শেয়ার ৫৬ টাকা ৭০ পয়সা থেকে ৫৯ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ৫৬ টাকা ৭০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো। কোম্পানির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৬৫ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৩১ টাকা ৭০ পয়সায়।
দিনভর এই শেয়ার ৩১ টাকা ৫০ পয়সা থেকে ৩৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, চতুর্থ এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, পঞ্চম ফাইন ফুডস, ষষ্ঠ প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, সপ্তম শাইনপুকুর সিরামিকস, অষ্টম লিগ্যাসি ফুটওয়্যার, নবম লিবরা ইনফিউশন এবং দশম স্থানে ছিল বিচ হ্যাচারি।
বাংলাদেশ সময় : ১৫৫২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪