ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মুশফিক মামুন রিজভী ও আল-আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক বাহাউদ্দিন মোহাম্মদ ইউসুফ নিজ নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে জানানো হয়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মুশফিক মামুন রিজভী তার কাছে থাকা নিজ প্রতিষ্ঠানের ১৯ লাখ ৭ হাজার ২৩১টি শেয়ার থেকে ২ লাখ ৫০ হাজার বিক্রি করবেন।
অপরদিকে আল-আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক বাহাউদ্দিন মোহাম্মদ ইউসুফ তার কাছে থাকা ৩৮ লাখ ৭৬ হাজার ৮০২টি শেয়ার থেকে এক লাখ শেয়ার বিক্রি করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজার দরে তারা উভয়ই এ শেয়ার বিক্রি করবেন।
বাংলাদেশ সময় : ১৬৫২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪