ঢাকা: ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট-এর সুফল ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করবে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
বুধবার বিকেল ৪টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়নে সরকার উদ্যোগ নিলেও একটি স্বার্থান্বেষী মহলের বিরোধিতার কারণে তা স্থবির হয়ে পড়েছে বলে দাবি আইসিএমএবির। মহলটি কিছু ধারায় বিশেষ পরিবর্তন দাবি করে আইনটির মূল উদ্দেশ্য ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে দাবি আইসিএমএবির।
এরই পরিপ্রেক্ষিতে হিসাব ও নিরীক্ষা কার্যক্রমের উচ্চতর নজরদারির মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য ‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে সংবাদ সম্মেলনে আলোচনা করা হবে।
আইসিএমএবির প্রেসিডেন্ট এবং দেশের বিজ্ঞ ও প্রবীণ কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্ট্যান্টরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪