ঢাকা: সাইফ পাওয়ারটেক লিমিটেড কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৩৪০ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা কোম্পানির আইপিও মূল্যের চেয়ে ৯ দশমিক ৭৪ গুণ বেশি।
রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির আইপিওতে স্থানীয় বিনিয়োগকারীরা ৩৪০ কোটি ৩৯ লাখ ১১ হাজার টাকার আবেদন দেন। আর প্রবাসী বিনিয়োগকারীরা জমা দেন ৫৭ লাখ ৭৮ হাজার টাকার আবেদন।
গত ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে সাইফ পাওয়ারটেক লিমিটেড আইপিও আবেদন জমা নেয়। তবে প্রবাসী বিনিয়োগকারীরা এ সুযোগ পান ১৯ জুলাই পর্যন্ত।
এর আগে কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের ৫১৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা মূল্যে বাজারে এক কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করবে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে প্রায় ৩৫ কোটি টাকা। এর মার্কেট লট ২০০ টি শেয়ারে।
উত্তোলিত টাকা দিয়ে কোম্পানির নতুন ইউনিট স্থাপন, মেশিনারিজ ক্রয় এবং মেয়দী ঋণ পরিশোধ ও আইপিও কাজের ব্যয় মেটানো হবে।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী সাইফ পাওয়ারটেকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ দশমিক ২৯ টাকা।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ( আইসিবি)।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪