ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ারটেক, গোল্ডেন সন, বিএসসি, অ্যাক্টিভ ফাইন, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, ফার কেমিক্যাল ও এমজেএল বাংলাদেশ।
লেনদেন হয় মোট ৩৭৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছে মোট ৩০৯ কোটি ২ লাখ।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯৯৪ পয়েন্ট হয়।
বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৯৬ পয়েন্টে দাঁড়ায়।
দুপুর পৌনে ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৮৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।
লেনদেন হয় মোট ২৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৪ কোটি ২৭ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪/আপডেটেড : ১৩৪৬ ঘণ্টা