ঢাকা: বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গ করার কারণে হারুন সিকিউরিজিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৫২৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিচালকবৃন্দ, কর্মচারী (অনুমোদিত প্রতিনিধিসহ) এবং তাদের পরিবারের সদস্যদের মার্জিন ঋণ দিয়ে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা-২০০০ এর বিধি ৪(২)(৪) অনুযায়ী চুক্তির ৫ ধারা, ঋণ চুক্তি ব্যতিরেকে মার্জিন ঋণ দেওয়ার মাধ্যমে মার্জিন আইন, ১৯৯৯ এর ৩(২) ধারা এবং নন-মার্জিনেবল জেড ক্যাটাগরির শেয়ার ক্রমে মার্জিন ঋণ দেওয়ার মাধ্যমে কমিশনের নির্দেশনা লঙ্ঘন করায় এই জরিমানা ধার্য করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
।