ঢাকা: বিবিধ খাতের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবচেয়ে বেশি কমেছে। এদিন ৩ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৯১ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।
দিনভর এই শেয়ার ৩২ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ৩২ টাকা ৭০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৮২ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ২২৫ টাকায়।
দিনভরও এই শেয়ার ২৩৩ টাকায় লেনদেন হয়।
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল ওয়াটা কেমিক্যাল, চতুর্থ বিডি থাই অ্যালুমিনিয়াম, পঞ্চম সিভিও পেট্রো কেমিক্যাল, ষষ্ঠ শাহজালাল ইসলামী ব্যাংক, সপ্তম ইসলামী ইন্স্যুরেন্স, অষ্টম ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, নবম আরএন স্পিনিং মিলস এবং দশম স্থানে ছিল প্রভাতী ইন্স্যুরেন্স।
বাংলাদেশ সময় : ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪