ঢাকা: গত জুন মাসের তুলনায় জুলাই মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি নেট বিনিয়োগ কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জুনে ডিএসইতে মোট ৬০২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। যা জুলাইয়ে কমে দাঁড়ায় ২৫৩ কোটি ২৬ লাখ টাকায়।
জুন মাসে বিদেশি বিনিয়োগকারীদের নেট বিনিয়োগ ছিল ৩৬২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা। আর জুলাইয়ে কমে দাঁড়িয়েছে ৭৯ কোটি ৬৪ লাখ ২৮ হাজার টাকা। অর্থাৎ জুলাই মাসে নেট বিনিয়োগ কমেছে ২৮২ কোটি ৯৯ লাখ ২২ হাজার টাকা।
জুলাই মাসে মোট ১৬৬ কোটি ৪৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেন বিদেশি বিনিয়োগকারীরা । আর বিক্রি করেছেন ৮৬ কোটি ৮০ লাখ ৯৩ হাজার টাকা।
এর আগের মাস জুনে বিদেশি বিনিয়োগকারীরা ৪৮২ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কিনেছিলেন। বিক্রি করেছেন ১১৯ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪