ঢাকা: ঈদ-উল-ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৯ দিন বন্ধের পর রোববার থেকে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন শুরু হবে।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে এবং শেষ হবে দুপুর আড়াইটায়।
ডিএসই ও সিএসই’র জনসংযোগ সূত্রে এ তথ্য জানা গেছে।
উভয় স্টক এক্সচেঞ্জের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা হয়। তবে গত ২৫ ও ২৬ জুলাই এবং ১ ও ২ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে লেনদেন বন্ধ থাকে।
৩ আগস্ট থেকে উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।
তবে উভয় স্টক এক্সচেঞ্জের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৪