ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এসিআই, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, পেনিনসুলা, আর্গন ডেনিমস, গ্রামীণফোন, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ফার কেমিক্যাল ও বেক্সিমকো ।
লেনদেন হয় মোট ৫৬০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৪২৮ কোটি ৭০ লাখ টাকা।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭ পয়েন্ট হয়।
দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭ পয়েন্টে দাঁড়ায়।
দুপুর পৌনে ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২১ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ৮৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৮৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৩৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
লেনদেন হয় মোট ৪০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৩১ কোটি ৮৬ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪/আপডেটেড : ১২১০ ঘণ্টা/আপডেটেড : ১৩৫৬ ঘণ্টা/আপডেটেড : ১৪৪১ ঘণ্টা