ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সানলাইফের স্পট মার্কেটে লেনদেন অর্ডার বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৪
সানলাইফের স্পট মার্কেটে লেনদেন অর্ডার বাতিল

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার নির্ধারিত সময়ের আগে স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন হওয়ায় সব লেনদেন অর্ডার বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ (ডিএসই)।
 
এ বিষয়ে ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, কোম্পানিটির শেয়ার ভুলবশত স্পটে ট্রেড হয়েছে।

এ ধরনের সমস্যারোধে যে সব বিনিয়োগকারী স্পট মার্কেটে লেনদেন করেছেন তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

নিয়মানুযায়ী আগামী ৫ আগস্ট থেকে স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন হওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত গত রোববার স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এমনকি সোমবার কিছু সময় স্পট মার্কেটে সানলাইফের শেয়ার লেনদেন হয়। পরে বিষয়টি ডিএসইর নজরে এলে এ কোম্পানির শেয়ার লেনেদেনের সব অর্ডার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সানলাইফ ইন্স্যুরেন্সের অ্যাকাউন্টস বিভাগের কর্মকর্তা রেজাউল হক বলেন, রোববার ও সোমবার ভুলবশত স্পট মার্কেটে শেয়ার লেনদেন হয়েছে। বিষয়টি ডিএসইকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। স্পট মার্কেটে হওয়া লেনদেন বাতিল করা হবে বলেও ডিএসই জানিয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ জুলাই সানলাইফ ইন্স্যুরেন্স ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।

এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় আগামী ৭ আগস্ট।

সে হিসেবে ৫ ও ৬ আগস্ট শেয়ারটি স্পট ও ব্লক অডলট মার্কেটে লেনদেন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।